৪৩তম বিসিএস
নাম অন্তর্ভুক্ত করে নতুন প্রজ্ঞাপন চান বাদ পড়া চাকরিপ্রার্থীরা
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীরা তাদের নাম অন্তর্ভুক্ত করে আগামী রোববারের (৫ জানুয়ারি) মধ্যে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে থেকে এসব দাবি জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩তম বিসিএস শিক্ষা ক্যাডারের প্রথম দফায় গেজেটভুক্ত এবং দ্বিতীয় দফায় গেজেটবঞ্চিত ক্যাডার মাসুমা আক্তার।
তিনি বলেন, আমরা দীর্ঘ ৪ বছরের অক্লান্ত পরিশ্রম ও অপেক্ষার শেষে ৪৩তম বিসিএস পরীক্ষার প্রতিটি ধাপ সততা ও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২৬টি ক্যাডারে ২ হাজার ১৬৩ জন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশপ্রাপ্ত হই। সুপারিশ প্রাপ্তদের কয়েকদফায় তদন্ত সাপেক্ষে ১০ মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৪ সালের ১৫ অক্টোবর আমাদের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। ওই গেজেটে যোগদানের তারিখ ২০২৪ সালের ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়। পরবর্তীকালে গত ২৮ অক্টোবর আমাদের যোগদান পিছিয়ে ২০২৫ সালের ১ জানুয়ারি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে অনেকেই আগের কর্মস্থল ছেড়েছেন এবং অনেকে চাকরির সুযোগ পেয়েও যোগ দেননি।