পঞ্চগড় থেকে ৬ ভারতীয় গরু আটক
পঞ্চগড়ের সদর উপজেলায় চোরাচালানে আনা ৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর সাব পিলার ৩ হতে ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে গরুগুলো আটক করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের টহল দলের সদস্যরা।
পরে গরুগুলো অমরখানা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা দেখানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় বোর্ডবাজারে ৬টি ভারতীয় গরু আনা হয়েছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজার পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ অমরখানা বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মিজানুর রহমান এর নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করেন। পরে ৬টি গরু সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। আটককৃত গরুগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।
নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষতেও অব্যাহত থাকবে।