চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চাই: মেয়র ডা. শাহাদাত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চাই/ছবি: সংগৃহীত

চসিককে আর্থিকভাবে স্বাবলম্বী করতে চাই/ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) স্বাবলম্বী করতে অতীতের অনিয়ম দূর করার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির বিশেষ সাধারণ সভায় তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

মেয়র বলেন, দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির কারণে চসিক সঠিক রাজস্ব পায় না। আর্থিক সংকটে সেবামূলক কার্যক্রম চালাতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। তাই ট্যাক্স সংগ্রহসহ অন্যান্য অনিয়ম দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শপিং কমপ্লেক্স ও মার্কেটের চুক্তির বিষয়ে মেয়র বলেন, "যাদের নামে দোকান বরাদ্দ, তাদেরই ব্যবসা পরিচালনা করতে হবে। অন্য কাউকে ভাড়া দেওয়া হলে সেই চুক্তি বাতিল করা হবে।"

বিজ্ঞাপন

চসিকের বিলবোর্ড চুক্তি বাতিলের নির্দেশ দিয়ে তিনি বলেন, অনিয়মের কারণে আমরা বড় অঙ্কের ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছি। উদাহরণস্বরূপ, সেন্ট্রাল প্লাজায় সাতটি বিলবোর্ড থেকে বছরে চার-পাঁচ কোটি টাকা আয়ের সুযোগ থাকলেও, চসিক পায় মাত্র ২১ লাখ টাকা। এসব চুক্তি বাতিল করে নতুনভাবে এগোতে হবে।

চসিকের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে মেয়র জানান, প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেতে কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এছাড়া বন্দর থেকে বাণিজ্যিক হারে হোল্ডিং ট্যাক্সের ১৬২ কোটি টাকা বাৎসরিক পাওয়ার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

মেয়র আরও বলেন, চসিককে আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। এতে নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। এজন্য সবাইকে পজিটিভ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন শাখা প্রধান এবং নগরীর সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।