রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে চট্টগ্রাম কাস্টমস
ডলার সংকট ও তারল্য সমস্যায় বছরের শুরুতে দেশের আমদানি-রফতানি বাণিজ্য চাপে পড়ে। এর মধ্যেও চলতি অর্থবছরের শুরুতে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে বছর শেষে সেই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি। তবু গত বছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি দেখা গেছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে রাজস্ব আয় হয়েছে ৩৫ হাজার ৯০৩ কোটি ৪১ লাখ টাকা। যা গত বছরের একই সময়ে আয় হওয়া ৩৩ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকার তুলনায় ২ হাজার ৩৮২ কোটি ১০ লাখ টাকা বেশি। অর্থাৎ, কাস্টম হাউস গতবারের রেকর্ড ভেঙে প্রবৃদ্ধি অর্জন করেছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, চলতি অর্থবছরের শেষ ছয় মাসে ৭ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ডিসেম্বর মাসে এই প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯১ শতাংশ।
লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে থাকার বিষয়ে তিনি বলেন, টার্গেট থেকে রাজস্ব আদায় কম হলেও প্রবৃদ্ধির ধারা ইতিবাচক। অর্থবছরের শুরু থেকে রাজস্ব আদায়ের হার ক্রমাগত বেড়েছে। আশা করছি, ব্যাংক ব্যবস্থা সবল হলে এবং ব্যবসায়ীরা অনুকূল পরিবেশ পেলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।