পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান অপহরণ, ৩৪ ঘণ্টা পর উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণের ৩৪ ঘণ্টা পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি ঢাকায় ডিবি হেডকোয়ার্টারে রয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে কেরানীগঞ্জের ইকরিয়া এলাকার একটি তালাবদ্ধ ঘরের বাথরুম থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এ বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ডিবি।

বিজ্ঞাপন

চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পটুয়াখালী লেবুখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে উঠেছিলেন। ভোরে বাসটি পদ্মা সেতু পার হয়ে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় পৌঁছালে এক যাত্রীর নামার কথা বলে বাস থামানো হয়। এ সময় ১৪-১৫ জন সশস্ত্র ব্যক্তি বাসে উঠে অন্য যাত্রী ও চালককে ভয় দেখিয়ে সেলিমকে নামিয়ে মাইক্রোবাসে করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারীরা চেয়ারম্যানের স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। তাৎক্ষণিকভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা পাঠানো হলেও পরে অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দেয়। এ অবস্থায় তার স্ত্রী ফারহানা কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

খবরটি পটুয়াখালীতে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন মহল বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। ডিবি পুলিশ বিভিন্ন কৌশল ব্যবহার করে বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের একটি তালাবদ্ধ ঘর থেকে আহত অবস্থায় চেয়ারম্যান সেলিমকে উদ্ধার করে।

চেয়ারম্যানের ছোট ভাই কাজী সাহিন জানান, অপহরণকারীরা চেয়ারম্যানকে শারীরিকভাবে নির্যাতন করেছে। ডিবি পুলিশ বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবে তারা।