শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবি ‘মানবিক টিম’র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবি

শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবি

শিক্ষাখাতে বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মানবিক টিম নামের একটি সংগঠন।

শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মানববন্ধনে সংগঠনটির আহবায়ক আব্দুর রহিম বাচ্চু বলেন, প্রতি বছর শিক্ষার্থীরা পাস করার পরও ভর্তি হতে ৮-১০ হাজার টাকা লাগে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই দুর্বল। এই কারণে আরও পিছিয়ে যাচ্ছে। এর জন্যই আমরা মানববন্ধন করেছি।

তিনি বলেন, এই মানববন্ধন থেকে আমরা একটি দাবি জানিয়েছি। সেটি হলো, শিক্ষাখাতে বাণিজ্য বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, একই বিদ্যালয়ে পাস করার পরেও ১০-১৫ হাজার টাকা কেন দিতে হবে? এটি একটি ভয়ংকর লুটপাট এবং দুর্নীতিযুক্ত কাজ। এটা বন্ধ করতে হবে। তা-না হলে দেশের গরিব মানুষ শিক্ষা জীবন থেকে বঞ্চিত হবে।

মানববন্ধনে এসময় সংগঠনটির যুগ্ম মহাসচিব ইন্জিনিয়ার আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।