জাবিতে নানা আয়োজনে দিনব্যাপী পাখিমেলা অনুষ্ঠিত

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাখি সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবারের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২৩ তম বারের মতো 'পাখিমেলা' অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে সকাল ১০ টার দিকে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, মানুষের মনোরঞ্জন করতে গিয়ে সাজেকের মতো জায়গায় দৃশ্যমান অবকাঠামো তৈরি করা হয়েছে, এর মাধ্যমে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সহ অন্যান্য বিভিন্ন প্রজাতিও বিতাড়িত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দৃশ্যমান অবকাঠামো তৈরির মাধ্যমে পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাবিতে পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয়ের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মানুষের পাশাপাশি প্রাণীদেরও মূল্য আছে। আমাদের কর্তব্য থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রাণীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে।

বিজ্ঞাপন

দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় ছিল নানা আয়োজন। ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়৷

এছাড়া পাখিমেলায় বিগ বার্ড বাংলাদেশ, সায়েন্টিফিক পাবলিকেশন এ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া এ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন এ্যাওয়ার্ড ২০২৫ এর পুরস্কার প্রদান করা হয়।