মাদ্রাসায় লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা(৩২) এক জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব বিছনদই গ্রামের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা পূর্ব বিছনদই গ্রামের ফজলুল হকের ছেলে।

বিজ্ঞাপন

আবু তালহা গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবর নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের ১৭ ঘণ্টা পর তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টায় বাড়ির পাশে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্ন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।