খাগড়াছড়িতে তক্ষকসহ আটক ৩
খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন বিভাগ।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় মামলা শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন।
আটককৃতরা হলেন, ঢাকার মোহাম্মদপুরের মো. তহিদ, মানিকগঞ্জের দৌলতপুরের এসএম রফিকুল ইসলাম ও মো. সালাউদ্দিন।
এর আগে, শুক্রবার বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষকসহ ৩ জনকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর রেঞ্জার মোশারফ হোসেন জানান, বন্যপ্রাণী আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।