‘আনসার বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের বৃহৎ এ বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মহাপরিচালক বলেন, আমাদের বাহিনীর ৬০ লাখ সদস্য দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব বাহিনীর সাথে তাল মিলিয়ে কাজ করছে আনসার বাহিনী। তবে আমাদের যে ৬০ লক্ষ সদস্য রয়েছে তাদের তালিকা ডাটাবেজে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাদের ডাটাবেজ তৈরি হচ্ছে। দ্রুতই এটি সম্পূর্ণ হলে আনসার বাহিনীর কে কোন পর্যায়ে আছে তা সবাই দেখতে পাবেন।

তিনি আরও বলেন, দেশের বর্ডারগুলোতে বিজিবি সদস্যরা কাজ করেন। তাদের অনেক তথ্যের প্রয়োজন হয়। তাদের এ তথ্যের যোগান দিতে আনসার বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। যার ফলে বাংলাদেশের সীমান্তগুলোতে সন্ত্রাস দমন অনেকটাই সহজ হয়ে যাবে। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের নানামুখী উন্নয়ন তাদের নিরাপত্তা জোরদারেও আমাদের বাহিনীর ইউনিয়ন লিডার যারা নারী রয়েছেন তারাও দক্ষতার সাথে কাজ করছেন। দেশের রাজস্ব যাতে সঠিক ব্যবহার হয় তার জন্যেও আমাদের বাহিনীর সদস্যরা বিশেষভাবে নজর রাখছে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশ যাতে সমৃদ্ধির দিকে আরও জোড়ালোভাবে এগিয়ে যেতে পারে তার জন্য আনসার বাহিনীর সর্বদা কাজ করছে।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১০টা ২০ মিনিটে কেক কেটে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে সুসজ্জিত বাদ্য দল নিয়ে র‍্যালি হয়।