ঢাকা জেলার সিএনজি অটোরিকশা রাজধানীতে চালানোর দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ঢাকা জেলার গাড়ি ‘ঢাকা থ’ সিএনজি অটোরিকশা মহানগরীতে চলাচলের দাবি জানিয়েছে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক, শ্রমিক কল্যাণ সোসাইটি।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানিয়েছেন। সমাবেশ শেষে ডিএমপি কমিশনার বরাবর সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা জেলা হতে ২০১৬ সালের ২৮ জুন সরকার গেজেট প্রকাশের মাধ্যমে ১৬টি ইউনিয়ন কেটে নিয়ে ঢাকা মহানগরীতে ৩৬টি নতুন ওয়ার্ড তৈরি করে। মহানগরটি ১২৯ বর্গ কি. মি. হতে নতুন ১৪১ বর্গ কি. মি. যুক্ত করে বর্তমানে ২৭০ বর্গ কি. মি. আয়তন করেছে। 'ঢাকা-থ' সিএনজি অটোরিকশা যে জায়গা দেখিয়ে সরকার রেজিষ্ট্রেশন প্রদান করেছেন, সেই জায়গা কেটে নিয়ে মহানগর বৃদ্ধি করা হলেও সরকার আমাদের জন্য কোনো ব্যবস্থা করেনি। আজ আমরা আমাদের কেটে নেওয়া জায়গায় চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছি। এতে আমাদের কর্মসংস্থান প্রায় বিলুপ্তির পথে রয়েছে।

তারা বলেন, শহরের জনসংখ্যা আজ তিনগুণ হয়েছে। প্রতিদিন বিআরটিএ হতে লাইসেন্স নিয়ে নতুন চালক এই সেক্টরে যোগদান করছে। অথচ গত ২৩ বছরে এই সেক্টরে কোনো নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। ঢাকা শহরে গাড়ি দরকার বর্তমানে ৪০ হাজার। আর অনুমোদিত গাড়ি রয়েছে মাত্র ১৫ হাজার। নতুন গাড়ির অনুমোদন না দিয়ে পূর্বের মালিকদেরকে সরকার নির্ধারিত জমার চেয়ে অধিক জমা নেওয়ার সুযোগ করে দিয়েছে এবং যাত্রীর নিকট থেকে অধিক ভাড়া নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে ট্রাফিক বিভাগ অন্য যে কোনো সময়ের চেয়ে আমাদের ঢাকা জেলার গাড়ির প্রতি খারাপ আচরণ করে চলছেন। সর্বোচ্চ জরিমানা, রেকারিং, ডাম্পিং সহ নানান নির্যাতন আমাদের উপর চালাচ্ছে। এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও ঢাকা জেলার গাড়ি ‘ঢাকা থ’ সিএনজি অটোরিকশা মহানগরীতে চলাচলের দাবি পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে সংগঠনটির সভাপতি জুয়েল মালতীয়া বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

সমাবেশে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক, শ্রমিক কল্যাণ সোসাইটি'র সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।