গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১২ কারখানা ছুটি ঘোষণা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বাৎসরিক বেতনের দাবিতে গাজীপুরের কাশিমপুর থানাধীন জিরানী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আইরিশ ফ্যাশন নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকার পার্শ্ববর্তী কয়েকটি কারখানায় উত্তেজনা সৃষ্টি হলে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (৫ জানুয়ারি) সকালে জেলার কাশিমপুর থানার জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে মাধবপুর ও চক্রবর্তী এলাকার কয়েকটি কারখানার সামনে গিয়ে শ্রমিকদের উস্কানি দেন ওই কারখানার শ্রমিকরা।

বিজ্ঞাপন

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা রোববার সকাল থেকে দাবি করেন অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের সব কারখানার সামনে বিক্ষোভ করে সেসকল কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করেন।

এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে তারা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে। যার ফলে মহাসড়কে যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখনায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।