সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে আহত-১২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে উল্টে গিয়ে ১২ জন পর্যটক আহত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সাজেক থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত ১২ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরতর বলে জানিয়ে স্থানীয়রা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

দুর্ঘটনার শিকার সকল পর্যটক নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে নোয়াখালী মহিলা কলেজ এর সহযোগী অধ্যাপক নুরুল আমিন ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।