প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে: শাহজাহান চৌধুরী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে। তা না হলে ছাত্র-জনতার গণবিপ্লব ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকে যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আর বলেন, প্রশাসনে এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। তাদের সরাতে হবে এবং বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বাসন করতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নায়েবে আমীর ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন