মাগুরায় মসজিদের দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরায় মসজিদের সীমানা প্রাচীর ভেঙ্গে আব্দুল লফিত (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন বাওড়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের ভাই রজব আলী জানান, পুরাতন এই মসজিদের প্রাচীর সংস্কার চলছিল। নিহত লতিফ সেখানে রাজমিন্ত্রীর কাজ করছিলেন। হঠাৎ করে প্রাচীরের একটি অংশ তার ওপর ভেঙ্গে পড়লে সে গুরুতর আহত হয়। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ ওসি আয়ুব আলী বলেন, মসজিদের সীমানা প্রাচীর ভেঙ্গে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন