'প্লাস্টিক পলিথিনের ব্যবহার পরিবেশকে বিষাক্ত করে তুলছে'
প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিবেশকে বিষাক্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরে প্লাস্টিক ও পলিথিন বিরোধী প্রচারাভিযানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
এম সাজ্জাদুল হাসান বলেন, 'যে প্লাস্টিক ও পলিথিনগুলো ব্যবহারের পর আমরা ফেলে দেই সেগুলো পানি ও মাটিতে অপচনশীল অবস্থায় মিশে যায়। দীর্ঘ সময় পরিবেশে পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে এসব প্লাস্টিক ও পলিথিন বিষাক্ত পদার্থে পরিণত হয়ে প্রাণীর খাদ্যচক্রে প্রবেশ করে। এরফলে মানবজাতি ও প্রানিকুল নানা ধরণের রোগে আক্রান্ত হচ্ছে। এ থেকে বাঁচতে হলে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করতে হবে। পাশাপাশি বাজারে, পরিবারে মানুষের সামনে এর বিকল্পগুলো সহজলভ্য করতে হবে'।
প্রচারাভিযানে অংশ নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক বলেন, 'আমরা আগে দেখতাম লোকজন বাঁশ-বেতের ঝুড়ি, কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ নিয় বাজারে যেতেন। আর এখন লোকজন খালি হাতে বাজারে যান, ফিরে আসে পলিথিনের ব্যাগ ভর্তি বাজার নিয়ে। পলিথিনের ব্যবহার রোধ করতে হলে আমাদের বাঁশ-বেতের ঝুড়ি, কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ নিয়ে আগের অভ্যাসে ফিরে যেতে হবে। পলিথিনের উৎপাদন বন্ধ করতে উদ্যোগ নিতে হবে'।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, ছাত্র প্রতিনিধি শামসুজ্জামান দুর্জয় প্রমুখ।