নওগাঁয় বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের দ্বন্দ্ব চরমে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁয় বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের বৈধ পূর্ণাঙ্গ কমিটি থাকার পরও একটি পক্ষ অপর দুইজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে। ঘটনার পর সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নওগাঁ শহরে সংবাদ সম্মেলন করেছে বৈধ কমিটি।

বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুদা রেজাউন্নবী লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ৩০ নভেম্বর বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নওগাঁ জেলার বার্ষিক সমন্বয় সভা হয়েছিল। সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিগত কমিটি বিলুপ্ত করে একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে বিএডিসির নিবন্ধিত বীজ ও সার ডিলারদের মধ্য থেকে বদলগাছী উপজেলা খলসী বাজারের মেসার্স মন্ডল ট্রেডার্স এর স্বত্বাধিকারী রফিকুল ইসলামকে সভাপতি এবং মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারের মেসার্স মন্ডল ট্রেডার্স এর স্বত্বাধিকারী হুদা রেজাউন্নবীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নওগাঁ জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতিকে অবগত করা হয়। তারপর থেকে কমিটির মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত কমিটির দায়িত্বরতা আমাদের নবাগত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে গত ৭ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে সাধারণ সভার আয়োজন করা হয়। কিন্তু সেদিন দুপুরে খাবারে বিরতির সময় যখন সবাই ব্যস্ত এ সময় একটি পক্ষ লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে। এ ঘটনার বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের বার্ষিক সমন্বয় সভায় বৈধভাবে গঠিত নির্বাচিত কমিটির সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। স্বৈরাচারী সরকারের দোসররা কোন ভাবেই যেন নবাগত কমিটিতে প্রভাব ফেলতে না পারে বা বাধাগ্রস্ত না করতে পারে এবং কো-অপ্ট সদস্য হিসেবে বৈধ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএডিসির বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি জাকারিয়া মন্ডল, বেলাল হোসেন, আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক সবুজ আলীসহ অন্যরা।

বিজ্ঞাপন