সরকার ঘোষিত মজুরি প্রদান এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সরকার ঘোষিত মজুরি প্রদান এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আশুলিয়ায় অবস্থিত জায়ান্ট ষ্টার ফ্যাশন লি. এর বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন, বে-আইনি কার্যকলাপ ও শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ এনে এ দাবি জানায় সংস্থাটি। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'সরকার ঘোষিত মজুরি, ইনক্রিমেন্ট, হারিজা বোনাস, টিফিন বিল প্রদান এবং শ্রম আইন বাস্তবায়নের' দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবি জানান সংগঠনের নেতারা। 

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, আশুলিয়ায় অবস্থিত জায়ান্ট ষ্টার ফ্যাশন লি. কারখানার কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন, বে-আইনি কার্যকলাপ ও বিভিন্ন সময় এলাকার মাস্তানসহ শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক রিজাইন কাগজসহ বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর রেখে চাকুরিচ্যুত করে আসছে। কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত মজুরি, ইনক্রিমেন্ট, হারিজা বোনাস, টিফিন বিল প্রদান করছে না। বাংলাদেশ শ্রম আইন তোয়াক্কা না করে এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অসৎ শ্রম আচরণের শামিল।

এসময় বক্তারা অবিলম্বে, জায়ান্ট ষ্টার ফ্যাশন লি. এ সরকার ঘোষিত মজুরি, ইনক্রিমেন্ট, হারিজা বোনাস, টিফিন বিল প্রদান এবং শ্রম আইন বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানান।

বিজ্ঞাপন

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রিয়াদ হোসেন, কোষাধ্যক্ষ মনিরা মুন্নি, কেন্দ্রীয় নারী কমিটির নেত্রী ক্যামেলিয়া হাসান, সুরাইয়া জেসমিন রুমা, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও জায়ান্ট ষ্টার ফ্যাশন লি. এর ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা।

এসময় ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।