মাদারীপুরে পিঠা উৎসবে শিক্ষার্থীদের তৈরি বাহারী পিঠার সমারোহ
শীত মৌসুমের ঐতিহ্যকে ধরে রাখা, নতুন প্রজন্মকে গ্রামীণ পিঠা-পুলি সম্পর্কে জ্ঞান দান, নতুন-নতুন পিঠার পরিচিতি এবং বাংলার চিরাচরিত পিঠার স্বাদ সম্পর্কে সম্যক ধারণা দিতে শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাদারিপুর জেলার শিবচরে শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব আয়োজন করা হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম।
পিঠা উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি বাহারী রকমের পিঠা নজর কেড়েছে সকলের। বিকেল পর্যন্ত চলবে পিঠা উৎসব।
শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন পিঠার সমারোহে বিদ্যালয় ক্যাম্পাস আমন্ত্রীত অতিথি ও অভিভাবকদের পদচারনায় হয়ে উঠে কানায় কানায় পূর্ন। পিঠা উৎসবে ২৫টি স্টলে ভাঁপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ফুল পিঠা, ডিম পিঠা, সই পিঠা, কাঁটা পিঠা, রসের পিঠাসহ অন্তত একশত প্রকারের পিঠা রয়েছে। এখানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজন পিঠা কিনতে ভীড় জমাচ্ছে স্টল গুলোতে।
পিঠা উৎসবে উপজেলা সহকারী ভুমি কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইফতেখারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।