গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে: প্রধান উপদেষ্টা

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর থেকে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমগুলো অবাধ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই অবাধ স্বাধীনতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছেও বলে বলেন তিনি। 

বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে এই কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

এসময় প্রধান উপদেষ্টা আরও বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের অনেক বড় সুযোগ এনে দিয়েছে।

দাভোস সফর সম্পর্কে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কে সেখানে অনেকেই জানে না। এছাড়া অনেক অপপ্রচারও হচ্ছে।

বিজ্ঞাপন

ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে।

তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান, ভিকটিমদের জন্য অন্তর্বর্তী ন্যায়বিচার, অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যম, চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার, নতুন সাইবার নিরাপত্তা আইন, কীভাবে তাদের উন্নতি করা যায় এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

এছাড়া, জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ড. ইউনূসের প্রশংসাও করেন তারা।