রাজস্ব ফাঁকির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: চসিক মেয়র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজস্ব ফাঁকির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: মেয়র ডা. শাহাদাত

রাজস্ব ফাঁকির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: মেয়র ডা. শাহাদাত

প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৯ জানুয়ারি) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে রাজস্ব বিভাগের কর্মীদের সঙ্গে আয়োজিত এক সভায় মেয়র বলেন, প্রত্যেক রাজস্ব সার্কেল থেকে বড় অঙ্কের গৃহকর বকেয়া যাদের আছে, তাদের তালিকা দিন। আপনারা গিয়ে কর আদায় করুন। যদি না পারেন, প্রয়োজনে আমি নিজে ফোন দিয়ে কর আদায় করব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রভাবশালীদের কোনো চাপে রাজস্ব আদায় বন্ধ করবেন না। যদি কেউ চাপ প্রয়োগ করেন, তিনি যত প্রভাবশালীই হোন না কেন, আমি তা গ্রাহ্য করব না। আইনের মধ্যে থেকে কাজ করলে কোনো প্রভাবশালী আপনাদের ক্ষতি করার চেষ্টা করলে আমি তা প্রতিরোধ করব।

মেয়র আরও জানান, চসিককে আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত করতে ট্যাক্স কালেকশনের অনিয়ম বন্ধ করতে হবে। স্থাপনা ও বিলবোর্ড থেকে রাজস্ব আদায়ের ওপরও জোর দিতে হবে। তিনি বলেন, রাজস্ব আদায় বৃদ্ধি পেলে চট্টগ্রামের শিক্ষা ও স্বাস্থ্যখাতে সেবা বাড়ানো সম্ভব হবে। সবার সহযোগিতায় এ কাজকে এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমানসহ রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।