বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: কবর থেকে ৬ মাস পর মরদেহ উত্তোলন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমদের (২৪) দাফনের ৬ মাস পর আদালতের নির্দেশে মরদহের ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

বিজ্ঞাপন

মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, আদালতের নির্দেশে সানির লাশ ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে।

জানা যায়, গত বছরের (৪ আগস্ট) গোলাপগঞ্জে ছাত্রজনতার সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে সানিসহ ৬ জন নিহত হয়। এদের প্রায় সবারই ময়নাতদন্ত ছাড়াই তখন দাফন করা হয়। নিহত সানি উপজেলার শীলঘাট গ্রামের কয়ছর আহমদের ছেলে।

সানি হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দুটি মামলা রেকর্ড করা হয়েছে। দুটি মামলারই বাদী সানির বাবা কয়ছর আহমদ। এর মধ্যে একটি মামলা দায়ের করা হয় ২৭ অগাস্ট। অপরটি আদালতের নির্দেশে ১১ সেপ্টেম্বর করা হয়।