প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে স্থানীয় জনতা একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে দাঁতমারা বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী মো. মাসুদসহ স্থানীয় সূত্রে জানা যায়, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে সাদা রঙের একটি প্রাইভেটকারে থাকা তিন যুবক জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা মোটরসাইকেলে গাড়িটিকে ধাওয়া করে।

শান্তিরহাট বাজারে গাড়িটি জ্যামে আটকা পড়লে ভেতরে থাকা ছাত্রী চিৎকার করে। স্থানীয়রা গাড়িটিকে আটক করে ভেতরে থাকা চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। প্রত্যাখ্যান করায় তাকে জোরপূর্বক বিয়ে করার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করা হয়। গাড়িটিতে নতুন কাপড় ও সিঁদুর পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক শামসুদ্দিন বলেন, স্থানীয় জনতার সহায়তায় মাইক্রোবাসসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।