নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
-
-
|
![ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2025/Jan/29/1738159247661.jpg)
ছবি: সংগৃহীত
নরসিংদীর বেলাবো উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাইর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার দুপুরে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদ্বীপ চন্দ্র সরকার গলগলিয়া গ্রামের জীতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বড় ছেলে কৃষ্ণ চন্দ্র সরকার (৭০) ও ছোট ছেলে প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার উত্তেজিত হয়ে ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের মাথায় কোদাল দিয়ে আঘাত করে। এতে আহত প্রদ্বীপ চন্দ্র সরকারকে তাৎক্ষণিক বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জনা রানীকে আসামি করে বেলাবো থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই ও তার পরিবারের লোকজন বাড়ি ছাড়া।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।