চাঁদপুরে ইয়াবাসহ আটক ৩
-
-
|
![ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2025/Jan/29/1738164583150.jpg)
ছবি: সংগৃহীত
চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) বিকালে মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) বাহার মিয়ার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) নাদির শাহ ও এএসআই মহিউদ্দিন সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালায়।
এ সময় মাদক পাচারের সময় সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের মতলব হোসেনের ছেলে সুমন ওয়ারলেস গুচ্ছগ্রাম এলাকার তাজুল হাওলাদার ছেলে সুমন ও পিরোজপুর জেলার নজিরপুর এলাকার জহিরের ছেলে আলামিনকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন তিনি।
পুলিশ জানায়, চাঁদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীরা লঞ্চ টার্মিনাল দিয়ে বিভিন্ন জেলায় মাদক পাচার করছে। আটকৃতরা ইয়াবা ট্যাবলেট ঢাকার আরেক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য লঞ্চ টার্মিনালে যায়। এই সময় পুলিশ তৎপর হয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৪৫৫৭ পিছ ইয়াবা সহ ধরতে সক্ষম হয়।