মোটরসাইকেল চালক যুবকের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুরে আব্দুল মান্নান মোল্যা (৩৬) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত আব্দুল মান্নান উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যা ওরফে আলী মোল্যার ছেলে।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা ফেলে রেখে চলে যায় । তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এলাকার মানুষের ধারণা রাতে তাকে অন্য কোনো জায়গা থেকে হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানালের পাশে ফেলে চলে গেছে। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে রেখে গেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। 

মৃত আব্দুল মান্নানের স্ত্রী রত্না বেগম জানান, আমার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতো। তার দুই মেয়ে সন্তান রয়েছে। বুধবার সকালে সে বাসা থেকে বের হয়। রাতে একবার বাসায় এসেই মাগুরা যাচ্ছি বলে চলে যাই। পরে রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমি ন্যায় বিচার চাই।

বিজ্ঞাপন

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটার দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।