চট্টগ্রামে সড়ক অবরোধ করে রিকশা চালকদের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের মূল দাবি ছিল ট্রাফিক হয়রানি, অতিরিক্ত জরিমানা এবং গাড়ি আটকানোর বিধান বাতিল করা।

বিজ্ঞাপন

বিক্ষোভের শুরুতে, প্রায় ৫০০ জন অটোরিকশা শ্রমিক দেওয়ানহাট থেকে মিছিল করে আগ্রাবাদ অভিমুখে রওনা হন। তাদের হাতে ছিল একটি ব্যানার, যাতে লেখা ছিল, ‘চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত যানবাহনে ট্রাফিক হয়রানি ও জুলুম বন্ধ করো।’

শ্রমিকরা সকাল ১১টার দিকে নগর পুলিশের বন্দর জোনের ট্রাফিক কার্যালয়ের সামনে অবস্থান নেন। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, চৌমুহনী, টাইগারপাস, লালখান বাজারসহ আশপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে কর্মজীবী ও শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন এবং অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, আগে ৭৫০ টাকা জরিমানা হলেও এখন আমাদের থেকে ৩৩০০ টাকা নেওয়া হচ্ছে। তারা আমাদের সাথে চাঁদাবাজি করছে, এটা আমরা মেনে নেব না।

তাদের দাবি, জরুরি ভিত্তিতে তাদের দাবিগুলো মেনে নিতে হবে। এর পর পুলিশ ৭ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দিলে, শ্রমিকরা তাদের অবস্থান স্থগিত করেন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া শ্রমিকদের প্রতিনিধির সাথে আলোচনায় বসে জানান, দাবিগুলো পুলিশ কমিশনারের কাছে উপস্থাপন করা হবে এবং সুনির্দিষ্ট সমাধানের জন্য চসিক ও সিডিএ’র সাথে আলোচনা করা হবে। 

এদিকে, শ্রমিক নেতারা দাবি করেছেন, ব্যাটারি রিকশার লাইসেন্স প্রদানের পাশাপাশি, আটককৃত রিকশাগুলো মুক্ত করতে হবে এবং আগামী ৭ দিন পর্যন্ত আর কোনো রিকশা আটক না করার নিশ্চয়তা দিতে হবে।