সাতকানিয়ায় ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা দেড় লাখ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত রাখার অভিযোগে সাড়ে ৯ টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি শহীদুল ইসলাম সায়মনের গুদামে এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে অভিযানে জব্দ করা পলিথিন মালিক শহীদুল ইসলাম সায়মনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। 

এছাড়া, অভিযানে আরও জানা যায়, শহীদুল ইসলাম সায়মনের মালিকানাধীন 'জাহানারা স্টোর' নামক দোকানের মাধ্যমে গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন বাজারজাত করা হচ্ছিল।

বিজ্ঞাপন

এ অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল, সাতকানিয়া উপজেলা প্রশাসন, এনএসআই এবং পুলিশ বিভাগের সদস্যরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের পরিবেশ দূষণকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করি এই ধরনের অভিযান পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করবে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।