টাঙ্গাইলে রড মিস্ত্রীকে জবাই করে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

রড মিস্ত্রীকে জবাই করে হত্যা

রড মিস্ত্রীকে জবাই করে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলা এক রডমিস্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত আটটার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ১৮ বছর বয়সী ফুলচান মিয়া ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত আটটার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি জানান, ধারনা করা হচ্ছে রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে মরদেহটি ফেলে রেখে গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, কী কারণে, কারা তাকে হত্যা করেছে, এই মুহূর্তে তা বলা সম্ভব হচ্ছে না। যারাই হত্যাকাণ্ড ঘটাক না কেন তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।