ইজতেমায় ৭২ দেশের মুসল্লির আগমন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন বিশ্বের ৭২ টি দেশের মুসল্লি। ৭২টি দেশ থেকে এখন পর্যন্ত দুই হাজার ১৫০ জন মুসল্লি ইজতেমায় উপস্থিত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুয়ারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বিজ্ঞাপন

এর আগে, গত বৃহস্পতিবার রাতে তারা ইজতেমার বিদেশি নিবাসে অবস্থান করেন। মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে এ বারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে দেশের ৪২ জেলার মুসলিম সাথীরা।

শুক্রবার দুপুরে এখানে দেশের বৃহত্তর জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেই প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন