মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে  প্রাণ গেল দুই বন্ধুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ 
  • |
  • Font increase
  • Font Decrease

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে  প্রাণ গেল দুই বন্ধুর

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে  প্রাণ গেল দুই বন্ধুর

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা জিগাতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- নগরীর কেওয়াটখালী এলাকার আজগর আলী বাবুল ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ফাইটার মো. সেলিম। দুর্ঘটনায় দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে দুর্ঘটনার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় উদ্ধার করে দুই তরুণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু চুরখাই এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা জিগাতলা নামক এলাকায় যেতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে তারা গুরুতর আহত হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। জিগাতলা এলাকা পর্যন্ত পৌঁছতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।