নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক পিকআপের নিচে, ঘটনাস্থলেই মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী পিকআপের চাপায় নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। দুর্ঘটনার পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালকসহ পিকআপটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরের দিকে আসছিল। তিনি চাঁদপুর ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা ফরিদগঞ্জমুখী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।