চট্টগ্রামে আগুনে পুড়ল ৭ দোকান, ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর নতুন ফিশারিঘাটের চামড়ার গুদাম এলাকার ওমর আলী মার্কেটে ভয়াবহ আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন ও লামাবাজার স্টেশনের নয়টি ইউনিট কাজ করে। পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, ভোর পাঁচটার দিকে আগুন লাগে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে মার্কেটের সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্তারিত তদন্তের কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিজ্ঞাপন