জামালপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে জমিতে চাষ করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল লতিফ দুলু (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোলায়মান হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা দিকে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল লতিফ দুলু উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামের মৃত তোফাত সরকারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বোরো চাষের জন্য নিজের জমিতে যান আবদুল লতিফ দুলু। এসময় তিনি নিজের জমিতে কাজ করার সময় একই গ্রামের প্রতিপক্ষ লোকজন তার উপর জমি নিয়ে বিরোধের জেড়ে অতর্কিত হামলা করে। এক পর্যায়ে বাঁশের লাঠির আঘাতে আব্দুল লতিফ দুলু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। 

এ প্রসঙ্গে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।