ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত মুসল্লির নাম জনাব ছাবেত আলী (৭০)। তিনি শেরপুর জেলার শ্রীবর্দি থানার ৩নং রাণী শিমুল এলাকার বাসিন্দা এবং সব্দুল্লাহের ছেলে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শুরা নিজার্মের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। হাবিবুল্লাহ জানান, দুপুরে দিকে ৪৬নং খিত্তায় ষ্ট্রোক করে ছাবেত আলী মারা যান।

বিজ্ঞাপন

হাবিবুল্লাহ জানান, হঠাৎ ছাবেত আলী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে ছাবেত আলীর পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা চলমান রয়েছে।

এর আগে সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আব্দুল কুদ্দুস গাজী নামে একজন মুসল্লি মারা গিয়েছিল। এখন পর্যন্ত বিশ্ব ইজতেমায় দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে।