যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ

আইসিডিডিআরবিতে এক হাজারেরও বেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) বাংলাদেশে তাদের কার্যক্রম ও প্রকল্প বন্ধ করে দিয়েছে। এতে এই সংস্থার অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করা এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে।

আইসিডিডিআরবির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন্স), এ কে এম তারিফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তারিফুল ইসলাম খান বলেন, 'আমরা যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে চলমান প্রকল্প ও গবেষণাগুলো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত রেখেছি। আমাদের সেবা গ্রহীতা, অংশীদার ও সহকর্মীদের যেকোনো অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং সহানুভূতি প্রকাশ করছি। আমরা আশাবাদী যে, শীঘ্রই আমাদের কার্যক্রম পুনরায় শুরু করতে পারব'। 

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ইউএসএআইডি বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও বাস্তবায়নাধীন সব চুক্তি, কার্যাদেশ, মঞ্জুরি, সহযোগিতামূলক চুক্তি বা অন্যান্য প্রকল্পের সব ধরনের কর্মসূচি বন্ধ বা স্থগিত রাখার নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আইসিডিডিআরবির অনেক গবেষণায় অর্থায়ন করে ইউএসএআইডি। বার্ষিক বরাদ্দের ২০ শতাংশের বেশি অর্থ আসে ইউএসএআইডি থেকে। আইসিডিডিআরবিতে কাজ করেন পাঁচ হাজারের বেশি গবেষক, কর্মকর্তা ও কর্মচারী।