ভোলায় ৬ কেজি গাঁজাসহ লঞ্চঘা‌টে যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভোলায় বিপুল প‌রিমাণ গাঁজাসহ লঞ্চঘাট এলাকা থে‌কে ‌হেফাজত আলী আরমান (২৯) না‌মে এক যুবক‌কে আটক করেছে পুলিশ । এ সময় তার কাছ থে‌কে ৬ কে‌জি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আরমান ভোলার দৌলতখান উপ‌জেলার দ‌ক্ষিণ জয়নগর ইউ‌নিয়‌নের ৮নং ওয়া‌র্ডের তালুকদার বা‌ড়ির মো: উজ্জল সর্দা‌রের ছে‌লে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সাহাদাৎ হাচনাইন পার‌ভেজ এক সংবাদ স‌ম্মেল‌নে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গত বৃহস্প‌তিবার রাত আনুমা‌নিক ১১টার দি‌কে ই‌লিশা তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জসহ পু‌লিশ সদস্য ই‌লিশা লঞ্চঘা‌টে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। ওই সময় লঞ্চঘাটে এরিয়া থে‌কে এক‌টি ব্যাগ ভ‌র্তি ৬ কে‌জি গাঁজাসহ ওই যুবক‌কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভোলা ম‌ডেল থানায় এক‌টি মাদক আই‌নে মামলা করা হ‌য়ে‌ছে। মামলা শেষে তা‌কে ভোলার আদাল‌তে প্রেরণ করা হ‌বে।

বিজ্ঞাপন