কলেজছাত্র হত্যা ও যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৯

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কলেজছাত্র হত্যা ও যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৯

কলেজছাত্র হত্যা ও যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৯

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা ও আদাবরে সুমন শেখ (২৬) নামে এক যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলার ৫ আসামি ও আদাবরের বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে আজ বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে। ব্রিফ করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

বিজ্ঞাপন