পর্যটনের নামে সেন্টমার্টিনকে ধ্বংস করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পর্যটনের নামে সেন্টমার্টিনকে ধ্বংস করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

পর্যটনের নামে সেন্টমার্টিনকে ধ্বংস করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

পর্যটনের নামে প্রবালদ্বীপ সেন্টমার্টিনকে ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ সময় তিনি সেন্টমার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্নপথে পরচালিত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেন্টমার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার নতুন কিছু নয় বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেয়া হবে।