সুনামগঞ্জ সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫৫ বোতল ভারতীয় মদের চালান জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির বিভিন্ন বিওপির সদস্যরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির।

বিজ্ঞাপন

বিজিবির পক্ষ থেকে জানায়, শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জের সদর ও তাহিরপুর উপজেলার ডলুরা, নারায়নতলা ও বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্তের নৈগাও, কাপনা, কামারভিটা ও রঙ্গারছড়া এলাকা থেকে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, শুক্রবার গভীর রাতে সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ৮৫৫ বোতল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন