ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

  • Tania mcj cou
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মো.হালিম (২৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মো. হালিম ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের নিয়ত আলী মোড়লের ছেলে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন মো. হালিম হার্টের রোগী ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মো. হালিম অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এ সময় চিকিৎসকরা জানান হালিম হার্টের রোগী। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, হত্যা মামলায় ২০২১ সালে ১ এপ্রিল থেকে মো.হালিম কারাগারে ছিলেন।

বিজ্ঞাপন