ফেনীতে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি: আটক ২০
-
-
|

ছবি: বার্তা২৪.কম
ফেনীতে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্য জনের হয়ে প্রক্সি পরিক্ষার্থী হিসেবে কেন্দ্রে উপস্থিত হওয়া ২০ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে শহরের ৩ টি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সকালে শহরের চারটি কেন্দ্রে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। এতে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় ফেনী সরকারি কলেজ ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে ৭ জন, সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭ জন ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ফেনীতে চারটি কেন্দ্রে ৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এতে পরীক্ষায় প্রক্সি দিতে আসা ২০ জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশে সোপর্দ করেছেন।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।