হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সোহেল (৩৪) নামে যুবক নিহত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলা সদরের সুচনা চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহেল লালমনিরহাট শহরের বত্রিশ হাজারী কলেজ পাড়া এলাকার সমশের আলীর ছেলে। তিনি পোলো আইসক্রিম কোম্পানীর কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলা শহর থেকে মোটর সাইকেল যোগে পোলোর পন্য নিয়ে বড়খাতার দিকে যাচ্ছিলেন। শহর পার হয়ে সুচনা চত্ত্বরে পৌছলে বুড়িমারী থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তার মৃত দেহ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

বিজ্ঞাপন

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ সাঈদ মোহাম্মদ ইমরান বার্তা২৪.কম কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।