যেনতেন নির্বাচন চাই না: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যেনতেন নির্বাচন চাই না, সুন্দর একটি নির্বাচন চাই, এজন্য বর্তমান সরকারকে যথাযথ সময় দিতে হবে। আমরা আশা করব তারা এই সময়ের মধ্যে সুন্দর একটি নির্বাচন উপহার দিবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচির অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। দেশের টাকা যারা পাচার করছে, সেই টাকা ফেরত আনতে হবে এবং পাচাকারিদের বিচার করতে হবে । ধ্বংস করে দেয়া শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা কমিশন গঠন করে সাজাতে হবে ।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ,ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জেলা সহ-সভাপতি, মাস্টার মকবুল হোসেন, ফাকির শহিদুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক হুসাইন, যুবনেতা মাওলানা আবু বকর এইচ এম ইসমাইল হোসেন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা মোহাম্মাদুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মেলন শেষে ২৫-২৬ সালের বাগেরহাট জেলার কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছে হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন।