বগুড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলে ৪৮ ঘণ্টা সময়
-
-
|

ছবি: সংগৃহীত
বগুড়ায় ৪৮ ঘণ্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনের একাংশের নেতারা।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছেন তারা।
সংবাদ সম্মেলনে বগুড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহব্বায়ক মুশফিকুর রহমান, শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান, তৌকি তাহমিদ, বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মেহেদি হাসান শাহেদ, আল তুরাগ হুসাইন, মাহমুদুন্নবী মারুফ সহ আন্দোলনে অংশ নেয়া জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল, প্রিক্যাডেট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বগুড়া জেলার কিছু বহিরাগত চোর, বাটপার, ধান্দাবাজ বগুড়া জেলার একটা সিন্ডিকেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি করছে। যেখানে অছাত্র, ফুল বিক্রেতা, দুর্নীতিবাজরা স্থান পেয়েছে। আমরা বগুড়া জেলার মাটির সন্তানেরা বিগত ১৫ বছর সবচেয়ে বেশী বঞ্চিত ও বৈষম্যের শিকার। জুলাই বিপ্লবে ১৯ জন শহীদের রক্তের বগুড়ায় আমরা আবারও বঞ্চিত হলাম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই ছাত্রলীগের মত সিন্ডিকেট কমিটি মানি না। আমরা ২৪ এর জানবাজ যোদ্ধা আর কোন প্রকার বৈষম্য আমরা মেনে নিবো না। কেন্দ্রীয় সকল নেতাদের কাছে অনুরোধ করবো এই তেলবাজ কমিটি বিলুপ্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলংক মুক্ত করে, পুনরায় বগুড়ার সকল ছাত্রদের সমন্বয়ে সার্বজনীন গ্রহণযোগ্য কমিটি করবেন। আগামী ৪৮ ঘণ্টার ভিতরে বর্তমান কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
সংবাদ সম্মেলন থেকে গত ২৯ জানুয়ারি ঘোষিত বগুড়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া যুগ্ন আহব্বায়ক, সামিউল ইসলাম সৌধ, যুগ্ন আহব্বায়ক মুশফিকুর রহমান, যুগ্ন আহব্বায়ক শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান নিজ নিজ পদ থেকে পদত্যাগ ঘোষণা করেন।