দুর্যোগে আগাম সতর্কতা পাওয়া সকলের অধিকার: মহাপরিচালক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমান বলেছেন, “দুর্যোগে আগাম সতর্কতা পাওয়া সকলের অধিকার। ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের দুর্যোগপ্রবণ অঞ্চলের প্রতিটি মানুষকে আগাম সতর্ক বার্তার আওতায় আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজশাহীর একটি হোটেলে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের তাপ ও খরাপ্রবণ এলাকাগুলোকে তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহজনিত দুর্যোগের পূর্বে প্রস্তুত করতে পূর্বাভাস-ভিত্তিক আগাম সতর্কতা কার্যক্রমের কার্যকারীতা বিষয়ক তৃতীয় পর্যায়ের বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেড ক্রস ও সেভ দ্যা চিলড্রেন’র সহযোগিতায় আগাম সতর্কতা কার্যক্রমের প্রযুক্তিগত কার্যকারী গ্রুপের সমন্বয়ে এই বিভাগীয় সংলাপ আয়োজন করা হয়।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর পরিচালক আহমেদুল হক, এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. শামীম হাসান ভূইয়া। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র মহাসচিব ড. কবীর এম আশরাফ আলম এতে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সংলাপের স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। উপস্থিত ছিলেন, জার্মান রেড ক্রসের বাংলাদেশ প্রধান গৌরব রে, রাজশাহী জেলা কমিশনার আফিয়া আক্তারের প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা।

বক্তারা সরকারের প্রতিশ্রুতি এবং কার্যক্রমগুলোকে গুরুত্ব দিয়ে বলেন, বাংলাদেশে পূর্বাভাসভিত্তিক আগাম সতর্কতা কার্যক্রমের শক্তিশালী ও মূলধারায় অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগাম সতর্কতা কার্যক্রমের প্রযুক্তিগত কাজকারী গ্রুপের সমন্বয়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সহকারী পরিচালক শাহজাহান সাজু সংলাপটি সমন্বয় করেন। তিনি ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত পূর্বাভাসভিত্তিক আগাম সতর্কতা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

এ সময়, সরকার ও সকল অংশীজনের মধ্যে দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক আগাম মানবিক কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় করা হয় এবং ভবিষ্যত কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনা করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রথম জাতীয় সংলাপ ২০১৯ সালে, এবং দ্বিতীয় জাতীয় সংলাপ ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় পর্যায়ের এই সংলাপটি ২০২৪ সালে তাপ, খরা ও শীতপ্রবণ অঞ্চলে আয়োজন করা হলো।