প্রথমবার ব্রাজিলে আয়োজন করা হচ্ছে বাংলাদেশি পণ্যের মেলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলোতে আগামী ১৫ থেকে ১৮ জুন প্রথমবারের মতো বাংলাদেশি পণ্য নিয়ে আয়োজন করা হচ্ছে মেলা। ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’ নামে এ মেলায় রপ্তানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত এ প্রদর্শনীতে পোশাক, পাটজাত পণ্য এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতের বাংলাদেশি রপ্তানিকারকরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিবিসিসিআইয়ের পরিচালক ইমরান চৌধুরী জানান, এই উদ্যোগ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতিগত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ব্রাজিল অ্যাম্বেসী ঢাকার ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভিরা জানুঝি, চেম্বারের সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবেদীন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাহিদুল করিম কচি বলেন, ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের এ উদ্যোগ দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনী বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য নতুন বাজারে প্রবেশ এবং তাদের ব্যবসাকে বিশ্বমঞ্চে উন্নীত করার সুবর্ণ সুযোগ তৈরি করবে।