ঘন কুয়াশায় মানিকগঞ্জে ফেরি চলাচল বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বলেন, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ১০টার দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে এলাকা।

ঘন কুয়াশার কারণে নৌরুটের দিক নির্ণয় করতে না পেরে রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নদী এলাকায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান নাসির হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন