পঙ্গু হাসপাতালের সামনে আহতদের রাস্তা অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীর শ্যামলীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে তারা রাস্তা বন্ধ করে দেয়। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাতভর রাস্তা অবরোধ করে রেখেছিলো তারা।

তাদের দাবি, চিকিৎসাধীন আহতদের সঠিক চিকিৎসায় দিনের পর দিন অবহেলা চলছে। কেউ খোঁজ নিচ্ছে না।

বিজ্ঞাপন

৫ আগস্ট যাত্রাবাড়ী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন মো. হাসান। তিনি বলেন, আমাদের ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দিলেও হাসপাতালে চিকিৎসায় অবহেলা চলে। চিকিৎসকরা মুখ দেখাতে আসেন। কিন্তু তারা কোনো চিকিৎসা দিচ্ছে না। তাই আমাদের দাবি সুচিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান। এই তিন দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুচিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

বিজ্ঞাপন
ছবি: বার্তা ২৪

এ দিকে সাপ্তাহিক প্রথম কর্ম দিবসে রাস্তা বন্ধ হওয়া দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ফলে বাধ্য হয়ে অনেকেই পায়ে হেটে গন্তব্যে ছুটছেন।

বগুড়ার শেরপুর থেকে সকালে গাবতলীতে এসেছেন গোলাম আজম। তার গন্তব্য ঢাকা মেডিকেল। ঢাকায় এসেই পড়েছেন বিপাকে।
আজম বলেন, ঢাকা মেডিকেলে আমার ভাতিজা চিকিৎসাধীন। তাকে দেখতে সকালে ঢাকায় এসেছি। রাস্তায় গাড়ি বন্ধ তাই পায়ে হেটেই যাচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থেকে ভাঙা পায়ের চিকিৎসা করাতে ঢাকা এসেছেন নুর মোহাম্মদ।

তিনি বলেন, একটা দুর্ঘটনায় আমার পা ভেঙে যায়। গ্রামের চিকিৎসকের ভুল চিকিৎসায় আমার পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। সাভার যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠেছিলাম কিন্তু দীর্ঘ সময়ে ধরে গাড়ি থেমে আছে। বাধ্য হয়ে কষ্ট করে হেটে যাচ্ছি।