তিতুমীরে অনশনরত তিন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক
-
-
|

ছবি: বার্তা২৪.কম
রাজধানীর মহাখালীতে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গত পাঁচ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন। অনশন করতে গিয়ে তিনজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ১০ মিনিটের দিকে তিতুমীর কলেজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা.রাসেল আহমেদ। এর আগে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক পরীক্ষা করেন এই চিকিৎসক।
তিনি বলেন, অনশনরত শিক্ষার্থীদের শরীরে পানি শূন্যতার কারণে তাদের ব্লাড প্রেসার কমে যাচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে। এখানে তাদের আর চিকিৎসা দেওয়া সম্ভব না। তাদের যদি দ্রুত হাসপাতালে না নেওয়া হয় তাহলে তাদের শরীরে শর্টটার্ম এবং লংটার্মে বড় ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে।
চিকিৎসক আরও জানান, পানি শূন্যতার কারণে তাদের মধ্যে ড্রিহাইডারেশনের সৃষ্টি হয়েছে এর ফলে তাদের কিডনির কর্মক্ষমতা কমে যাচ্ছে। তাদের অবস্থা অবনতি দিকে যাচ্ছে। বিশেষ করে যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তাদের চিকিৎসা এখানে দেওয়া সম্ভব না। হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা দিতে হবে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিকাল ৫টা হতে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে ৭ দফা দাবিতে এই আমরণ অনশন পালন করছে শিক্ষার্থীরা।
তারপর গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজের প্রায় আড়াইশ শিক্ষার্থী রাস্তায় নেমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
পরে সরকারের প্রতিনিধি দলের কাছে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির এক দফা দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে সারা রাত তিতুমীর কলেজের সামনে আন্দোলন এবং আমরণ অনশন করার ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা।